• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫ উইকেট শিকারের পর সিজদা দিয়ে মুনাজাত করলেন নাঈম

প্রকাশিত: ১৭:০৫, ২০ জুন ২০২৫

ফন্ট সাইজ
৫ উইকেট শিকারের পর সিজদা দিয়ে মুনাজাত করলেন নাঈম

সিজদা দিয়ে ও মুনাজাত করে ৫ উইকেটের কীর্তি উদযাপন।

শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে এখনো চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে শুরুতে খাবি খেলেও নাঈম হাসানের স্পিনে হঠাৎ এলোমেলো হয় লঙ্কানদের ব্যাটিং লাইন। এতে করে ১০ রানের লিড পায় বাংলাদেশ। ৪৮৫ রানে লঙ্কানদের গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট শিকার করেছেন নাঈম।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেস্টের চতুর্থদিন ৫ উইকেটের কীর্তি গড়েন নাঈম। এরপর সেলিব্রেশনের অনন্য মাধ্যম দেখা যায়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুটিয়ে পড়েন সিজদায়। এরপর দুই হাত তুলে মুনাজাত করতেও দেখা যায় তাকে।

এভাবেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নাঈম।

নাঈম যখন এমন সেলিব্রেশন করছিলেন তখন, বাহবা দিতে দৌড়ে আসেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। আর পেছনেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন উইকেটরক্ষক জাকের আলী।

তৃতীয় দিন লঙ্কানদের ইনিংসের শুরুতে দীনেশ চান্দিমালকে তুলে নিয়ে উইকেটের যাত্রা। এরপর দীর্ঘ সময় অপেক্ষা। আর চতুর্থ দিন ধনঞ্জয়া ডি সিলভাকে শিকার করে এনে দেন ব্রেক থ্রু। আর মধ্যাহ্ন ভোজের বিরতির পর আবারও শুরু ভেলকি।

সিজদার পর দুই হাত তুলে প্রার্থনাও করেন নাঈম।

কামিন্দু মেন্ডিস ও থারিন্ডু রত্নানায়েকেকে তুলে নেন একই ওভারের প্রথম ও ষষ্ঠ বলে। এর চার ওভারের মাথায় আসিথা ফার্ন্ডান্ডোকে তুলে নিয়ে ফাইফার পূরণ করেন নাঈম। লঙ্কানদের স্কোর ৪৭০/৬ থেকে মাত্র ১৫ রান যোগ করে ৪৮৫ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: