• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে একাদশে চার বদল আনলো বাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০৯, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হোয়াইটওয়াশ এড়াতে একাদশে চার বদল আনলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছেতাই পারফর্ম করছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টানা দুটি হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে লিটন দাসের দল।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফ. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতেছেন লিটন দাস। পরে শাই হোপের দলকে ফিল্ডিংয়ে পাঠান তিনি। আজকের একাদশে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা।

একই সাথে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তাদের বদলে একাদশে এসেছেন শরিফুল ইসলাম, মাহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।

এদিকে সিরিজ নিশ্চিত করায় তিন তারকাকে বিশ্রাম দিয়েছে সফরকারীরা। শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জাইডেন সিলস নেই আজকের একাদশে। তাদের পরিবর্তে খেলছেন- আমির জাঙ্গু, গুদাকেশ মোতি ও আকিম আগুস্তে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানজে, আকিম আগুস্তে, রোস্টন চেজ, আমির জঙ্গু, রোভম্যান পাওয়লে, জেসন হোল্ডার, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও খেরি পেয়ারি।

বিভি/এজেড

মন্তব্য করুন: