• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে হাজার রান অভিষেকের

প্রকাশিত: ১৬:৪২, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে হাজার রান অভিষেকের

ছবি: অভিষেক শর্মা

নতুন ইতিহাস তৈরি হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। তিনি ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার। আর  সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে বিশ্ব রেকর্ড গড়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।   

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

বিভি/এআই

মন্তব্য করুন: