• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

৫২৮ বলে হাজার রানে, টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ইতিহাস 

প্রকাশিত: ২০:৩৭, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৫২৮ বলে হাজার রানে, টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ইতিহাস 

অভিষেক শর্মা। ছবি- সংগৃহীত

ভারতীয় মারকুটে ব্যাটার অভিষেক শর্মা ক্রিজে নামলেই ঝড় তোলেন। সেই তোলার সুবাদে গড়লেন এক বিশাল ইতিহাসও। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে নতুন এক মাইলফল স্পর্শ করেছেন তরুণ এই ব্যাটসম্যান। 

মাত্র ৫২৮ বলেই এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তিনি— যা এখন পর্যন্ত সবচেয়ে কম বল খেলে এই অর্জন। এ যাত্রায় তিনি অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড (৫৬৯ বল) ভেঙেছেন। 

মাত্র ২৮ ইনিংসে হাজার রান পূর্ণ করে তিনি হয়েছেন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার। তার আগে কেবল বিরাট কোহলি (২৭ ইনিংস) এই কীর্তি গড়েছিলেন।

বল সংখ্যার বিচারে অভিষেক এখন বিশ্বের এক নম্বর। তার নিচে রয়েছেন টিম ডেভিড (৫৬৯ বল), সূর্যকুমার যাদব (৫৭৩ বল) ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (৬১১ বল)।

তবে ম্যাচের হিসেবে দ্রুততম হাজার রানের রেকর্ড এখনো যৌথভাবে ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক রিপাবলিকের সাবাউন দাভিজির, যারা ২৪ ম্যাচে পৌঁছেছিলেন এই মাইলফলকে।

অভিষেক অবশ্য কিছুটা ভাগ্যবানও ছিলেন—রেকর্ড গড়ার আগে ও পরে দু’বার জীবন পান তিনি। সুযোগ কাজে লাগিয়ে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন এই ভারতীয়। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: