• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

৫টি ক্যাচে তানজিদ তামিমের বিশ্বরেকর্ড, ১১৭ রানেই শেষ আয়ারল্যান্ড

প্রকাশিত: ১৬:০৬, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৫টি ক্যাচে তানজিদ তামিমের বিশ্বরেকর্ড, ১১৭ রানেই শেষ আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের দরকার মাত্র ১১৮ রান। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ১১৭ রানেই গুটিয়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড। আর এই ম্যাচেই অনন্য একটি বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটার তানজিদ হাসান তামিম। তবে সেটা ব্যাটিংয়ে নয়, ফিল্ডিংয়ে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ। 

সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। মঙ্গলবার তামিম ক্যাচ নিয়েছেন ৫টি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। 

তবে পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম। এর আগে এ ফরম্যাটে পূর্ণ সদস্যের দেশগুলোর কোনো ক্রিকেটার এমন কীর্তি করে দেখাতে পারেননি।

আজকের ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শামীম হোসেন, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে ডাকা হয়েছে আজকের একাদশে। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লকরান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডাইর, ক্রেইগ ইয়াং, ম্যাথু হাম্ফারিস ও বেন হোয়াইট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2