• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রেকর্ড ৫ ক্যাচের পর তানজিদের ঝড়ো ফিফটি, বাংলাদেশের সিরিজ জয়

প্রকাশিত: ১৬:৫৪, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৯, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রেকর্ড ৫ ক্যাচের পর তানজিদের ঝড়ো ফিফটি, বাংলাদেশের সিরিজ জয়

টেস্টে দাপুটে পারফর্ম্যান্সে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও সিরিজ জয় করলো বাংলাদেশ। ফিল্ডিংয়ে ৫টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়া তানজিদ তামিম ব্যাট হাতে ৩৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারেই ১১৮ রান ছুয়ে ফেলে বাংলাদেশ। তখনও হাতে ছিল ৮ উইকেট।

সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বল হাতে থাকতেই জয় পায় টাইগাররা। 

৭৩ রানের অনবদ্য জুটির পথে তানজিদ তামিম ৩৬ বলে ৫৫, পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রান করেন। আর ১৪ বলে ১৯ রানে সাইফ হাসান ফেরার পর লিটন দাস ফিরে যান ৭ রানেই। এরপর তানজিদ-ইমন আর কোনো বিপদ ঘটতে দেননি।

এর আগে, ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আইরিশদের ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। 

রিশাদের শিকারে স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে ওঠেনি।

শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস। মুস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট লাভ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2