• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক

প্রকাশিত: ১০:০৫, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ১০:৫২, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক

ছবি: টুইটার

সাগরিকায় ক্রিকেটের জন্য পারফেক্ট আবহাওয়া। উইকেটও ভালো। ব্যাটসম্যানদের জন্য সুবিধা আছে। পেস-বাউন্স বা টার্ন পাবেন বোলাররাও। দুই দল লড়াই করতে পারলে পাঁচদিন শেষে ফল হওয়ার সম্ভাবনা জোরালো। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।

দুই দলেই একজন করে ক্রিকেটারের অভিষেক হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট দলের সংগে রাখা ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বিকে একাদশে নিয়েছে। জিম্বাবুয়ে সফরে অবসরে যাওয়া মাহমুদুল্লাহ’র জায়গায় খেলবেন তিনি। পাকিস্তান দলে নিয়েছে ওপেনার আব্দুল্লাহ শফিককে। বেঞ্চে রেখেছে ইমাম উল হককে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহিন আফ্রিদি, সাজিদ খান।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2