খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক, বিপিএলের দুই ম্যাচ স্থগিত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে বিপিএলের খেলা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে শোক প্রকাশ করে বিসিবি জানিয়েছে, আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ- সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স বাতিল করা হয়েছে। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। পরিবর্তিত সূচি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিসিবির গভীর শোক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, দেশের ক্রিকেটের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণযোগ্য হয়ে থাকবে। তার প্রধানমন্ত্রিত্বকালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়, যার ফলে অবকাঠামোগত অগ্রগতি ঘটে এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রসার ঘটে। ক্রিকেটের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শুভকামনা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনেত্রীকে হারাল। এই শোকাবহ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: