• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বিপিএলের শুরুতেই রংপুরের দাপট, উড়ে গেল চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিপিএলের শুরুতেই রংপুরের দাপট, উড়ে গেল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছে রংপুর রাইডার্স। আজ দিনের প্রথম ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে রংপুর। তাদের সামনে দাঁড়াতেই পারেনি বন্দরনগরীর দল চট্টগ্রাম রল্যালস। ৭ উইকেটের জয়ে আসর শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানেই গুটিয়ে যায়। সহজ এই লক্ষ্য ৩০ বল হাতে রেখেই রংপুর অনায়াসেই পেরিয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন রংপুরের দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। শুরুতে সতর্ক থাকলেও ধীরে ধীরে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন তারা এবং নিয়মিত বাউন্ডারি হাঁকাতে থাকেন।

লিটন দাস ফিফটির কাছাকাছি পৌঁছেও তা পূরণ করতে পারেননি। ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। এরপর তাওহীদ হৃদয় মাত্র ১ রান করে ফিরে যান। অন্য প্রান্তে মালান নিজের ফিফটি তুলে নিলেও অপরাজিত থাকতে পারেননি। ৪৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ (১*) ও খুশদিল শাহ (৬*) সহজেই দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করতে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার শিকারে পরিণত হন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন।

দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বেগ ২৪ বলে ২০ ও নাঈম ২০ বলে ৩৯ রান করেন। এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে দ্রুত ভেঙে পড়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। শেষ আটজন ব্যাটারের মধ্যে কেবল আবু হায়দার রনি দুই অঙ্কে পৌঁছাতে পারেন—তিনি করেন ২১ বলে ১৩ রান।

রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ, যিনি একাই পাঁচটি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান নেন দুটি উইকেট, আর বাকি তিনটি উইকেট ভাগ করে নেন অন্য তিন বোলার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2