• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিসিবির সেই ৯০০ কোটি বেড়ে কত হয়েছে, জানালেন পাপন

প্রকাশিত: ১৯:১১, ১২ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিসিবির সেই ৯০০ কোটি বেড়ে কত হয়েছে, জানালেন পাপন

জয়-পরাজয়ের ঊর্ধ্বে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়ের হিসাব। আয়ের হিসাবে বিশ্বের অন্যতম কয়েকটি ধনী ক্রিকেট বোর্ডের একটি বিসিবি। দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল বিসিবির ৯০০ কোটি টাক। এখন কথা হলো সেই ৯০০ কোটি কি এখনও আছে? নাকি বেড়েছে? এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বিসিবির সেই ৯০০ কোটি টাকা। সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ‘নট আউট নোমান’ ইউটিব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বিসিবির ৯০০ কোটি টাকা বেড়ে হাজার কোটি ছাড়িয়েছে। 

উপস্থাপক নোমান প্রশ্ন করেছিলেন পাপনকে, ৯০০ কোটি টাকা আছে বিসিবির, বলেছিলেন; সেটা কি এখন এক হাজার কোটি টাকা হয়েছে?’ জবাবে পাপন বলেন, ‘বেশিও থাকতে পারে।’

বিসিবি সভাপতি ওই সাক্ষাৎকারে বলেন, একাডেমি তৈরি এবং বিভিন্ন স্তরের ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজনের জন্য জমি খোঁজা হচ্ছে। ঢাকার বাইরে মোট চার-পাঁচটা মাঠ কেনার কথা তিনি বলেছেন। এ ছাড়া পূর্বাচলে তৈরি করা হবে নতুন স্টেডিয়াম। এসব কাজেই বিসিবির ফান্ডের অর্থ ব্যয় করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: