• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আফগানদের বিপক্ষে আজ ফুটবলের লড়াই বাংলাদেশের

প্রকাশিত: ১৩:২২, ৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আফগানদের বিপক্ষে আজ ফুটবলের লড়াই বাংলাদেশের

ফাইল ছবি

ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচের প্রথমটি শুরু হচ্ছে আজ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল পাঁচটায় শুরু হবে প্রথম ম্যাচটি। এই ম্যাচ দিয়ে দেশের কোনো ক্লাব ভেন্যুর আর্ন্তজাতিক অভিষেক হতে যাচ্ছে। 

ফিফা রেংকিংয়ে বাংলাদেশ ১৮৯ আর আফগানিস্তানের অবস্থান ১৫৭তে। ৩২ ধাপ পিছিয়ে স্বাগতিকরা। শক্তি সামর্থ্যেও আফগানদের সাথে আছে পার্থক্য। এসব বিবেচনা করেই অনুশীলনে শিষ্যদের দুর্বলতা কাটানোর চেষ্টা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। 

আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয়টি হবে সাত সেপ্টেম্বর। এই ম্যাচ দুটি অক্টোবরে মালদ্বিপের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে ৬ ম্যাচের পরিসংখ্যানে ২টিতে হেরেছে বাংলাদেশ। ড্র হয় ৪টি ম্যাচ। সর্বশেষ ২০২১ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিও হয়েছিলো ১-১ গোলে ড্র। উন্নতির ধারায় গত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। প্রথমবার জয়ের স্বপ্ন নিয়ে দু'বছর পর আফগানদের বিপক্ষে মাঠে নামছে জামাল ভুইঁয়ারা। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ক্লাবের হোম ভেন্যু 'কিংস অ্যারেনা'। দেড় বছরের ব্যবধানে আর্ন্তজাতিক ম্যাচেরও অভিষেক হতে যাচ্ছে আধুনিক এই মাঠটিতে।  

বিভি/রিসি

মন্তব্য করুন: