• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

প্রকাশিত: ২২:১৭, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

ছবি: রোহিত শর্মা

টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল চলার সময়ই এ ঘোষণা দিলেন ‘হিটম্যান’ খ্যাত এ ব্যাটার। আগামী মাসে নতুন অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ড সফরে যাবে মেন ইন ব্লু’রা।

বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে করা এক পোস্টে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন রোহিত শর্মা ।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকলো। সেই টেস্টের পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে সিডনিতে, যে একাদশে ছিলেন না রোহিত। সেই সিরিজের প্রথম ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি এই ‘হিটম্যান’। বাকি ৩ টেস্ট খেলে রান করেন মাত্র ৩১ রান। সবশেষ বছর ১৪ টেস্টে রান করেছিলেন ৬১৯, গড় ২৪.৭৬। ছন্দহীন রোহিত তাই অনেক দিন ধরেই চাপে ছিলেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, কেমন আছেন সবাই? সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বড় ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমরা জীবনের সেরা সম্মানগুলোর একটি। এই সফরে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।

ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২।

উল্লেখ্য, ভারতের টেস্ট দলের বর্তমান সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। এখন হয়তো স্থায়ীভাবেই এই ফাস্ট বোলারের কাঁধে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব উঠতে যাচ্ছে।

বিভি/এআই

মন্তব্য করুন: