ভারত-পাকিস্তান যুদ্ধ: এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়।
এর আগে বিবিসিকে একটি সূত্র জানিয়েছিল, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার কারণে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে অনুষ্ঠেয় শুক্রবারের ম্যাচটিও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই ধরমশালা স্টেডিয়ামে চলমান পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথেই বন্ধ করে দর্শকদের মাঠ খালি করতে বলে কর্তৃপক্ষ।
ফ্লাডলাইটে আলো স্বল্পতাকে খেলা বন্ধের তাৎক্ষণিক কারণ হিসেবে বলা হলেও, উত্তর ও পশ্চিম ভারতের অনেক মানুষ এসময় ব্ল্যাকআউট ও সতর্কতা সাইরেনের কথা উল্লেখ করছিল।
বিভি/এজেড
মন্তব্য করুন: