• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বড় জয়ের রাতে ৮৫০ গোলের মাইলফল রোনালদোর

প্রকাশিত: ১৪:১২, ৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বড় জয়ের রাতে ৮৫০ গোলের মাইলফল রোনালদোর

ফুটবলের জীবন্ত এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপরস্টার। গোল করছেন এবং করাচ্ছেন। লম্বা সময় ইউরোপের ফুটবল মাতিয়ে এখন সৌদি আরবে সেই ভূমিকায় পেশাদার ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। শনিবার সৌদি প্রো লিগে ৮৫০তম গোল করে বর্ণিল ক্যারিয়ারে আরেকটি মাইলফলক অর্জন করেন আল নাসরের অধিনায়ক।

নতুন মৌসুমের প্রো লিগে শুরুর দুই ম্যাচে হারের পর ছন্দে ফেরা আল নাসর শনিবার আল হাজমের মোকাবেলায় নামে। জেদ্দাহ'র কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে ৩৩ মিনিটে গোল পায় রোনালদোর দল। তার বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন উইঙ্গার আবদুলরাহমান ঘারিব। বিরতিতে যাওয়ার আগে মিডফিল্ডার আবদুল্লাহ আল খাইবারির গোলে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আল আজম মুহাম্মেদ বাদামোসির গোলে ব্যবধান কমায়। নাসরকে গোল পেতে বেশি বেগ হতে হয়নি। ৫৭ মিনিটে রোনালদোই ভূমিকা রাখেন। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান টু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আল নাসর অধিনায়ক। পাস বাড়ান ফাঁকায় থাকা মিডফিল্ডার ওভাতিওকে। প্লেসিং শটে বল জালে পাঠান রোনালদোর স্বদেশী এই তারকা। 

এক তরফা ম্যাচের ৬৮ মিনিটে রোনালদো পেশাদার ক্যারিয়ারে ৮৫০ গোলের মাইলফলক পূর্ন করেন। ডি-বক্সে ঘারিবের বাড়ানো পাস পেয়ে জোরালো শটে বল ঠিকানায় পাঠান পেশাদার ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি ৮১৮ গোল নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন। 

আল হাজমের বিপক্ষে গোলটি করে আল ইত্তিহাদের আব্দেররাজাক হামদেল্লাহকে টপকে গোলদাতাদের শীর্ষে ফিরেছেন সিআর সেভেন। চার খেলায় ছয় গোলের সঙ্গে চারটি অ্যাসিস্ট নিয়ে সেখানেও শীর্ষে রোনালদো। চলতি লিগে নিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক ও তৃতীয় ম্যাচে জোড়া গোল করেন সিআর সেভেন।

১০ মিনিট পর বায়ার্ন মিউনিখের সাবেক তারকা ফরোয়ার্ড সাদিও মানের গোলে ৫-১ ব্যবধানের বড়ো জয়ে ঘরের মাঠ ছাড়ে গত মৌসুমের লিগ রানার্সআপরা। লিগের শেষ দিকে রোনালদোকে পেয়ে মাঠের পারফরমেন্সে অভূতপূর্ব উন্নতি ঘাটায় জেদ্দাহভিত্তিক ক্লাবটি।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: