• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অতিরিক্ত সময়ে দুটি গোল, আর্সেনাল চমকে হারলো ম্যানইউ

প্রকাশিত: ১০:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
অতিরিক্ত সময়ে দুটি গোল, আর্সেনাল চমকে হারলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম ভালো-মন্দ মিলিয়ে চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। জয় দিয়ে মৌসুম শুরুর পর দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের কাছে হার। তৃতীয় ম্যাচে আবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর চতুর্থ ম্যাচে এসে আর্সেনালের কাছে হারল রেড ডেভিলরা। ম্যাচের একেবারে শেষ সময়ে দুটি গোল করে ম্যানইউকে হারিয়েছে গানাররা।

রবিবার মধ্যরাতে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়ে আর্সেনাল। মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত গোলে লিড নেয় রেড ডেভিলরা। তবে ইউনাইটেডকে উদযাপন করার সময়টা পর্যন্ত দেয়নি গানার্সরা। পরের মহূর্তেই ওডেগার্ডের গোলে সমতায় আর্সেনাল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের রোমাঞ্চে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলের ব্যবধানে হারায় আর্সেনাল।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি অতিরিক্ত সময় যোগ করেন ৮ মিনিট। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দূর পোস্টে বুকায়ো সাকা ভাসানো ক্রস করেন। ডি বক্সের ভেতর বুক দিয়ে বল নামিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডেকলান রাইস শট করলেন। ইউনাইটেড ডিফেন্ডার জনি ইভান্সের গায়ে লেগে দিক পালটে জালে জড়াল বল। আর তাতেই ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে যায় আর্সেনাল। তবে সেখানেই শেষ নয়! উদযাপনে সময় কিছুটা নষ্ট হওয়ায় রেফারি ৮ মিনিটের জায়গায় খেলালেন আরও কিছুক্ষণ। অতিরিক্ত সময়ের ১১তম মিনিটে প্রতি আক্রমণে গ্যাব্রিয়েল জেসুসকে খুঁজে নেন ফ্যাবিও ভিয়েরা। আর বল পেয়ে দারুণ এক ফিনিশিং টানেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর তাতেই আর্সেনালের জয় নিশ্চিত।

মৌসুমের প্রথম দুই ম্যাচ জয়ের পর ফুলহামের সঙ্গে ২-২ গোলে ড্র করে গানার্সরা। এতেই শিরোপা প্রত্যাশীরা কিছুটা পিছিয়ে পড়ে। চতুর্থ ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে এমিরেটস স্টেডিয়ামে। সেখানেই রোমাঞ্চকর এক জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো আর্সেনাল।

চার ম্যাচে তিন জয় আর এক ড্রতে ১০ পয়েন্ট আর্সেনালের। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড চার ম্যাচে দুটি করে জয় এবং হারে ৬ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে। ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে ম্যানচেস্টার সিটি। টটেনহাম হটস্পার্স তিন জয় এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে, সমান পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল আর চারে আছে ওয়েস্ট হাম।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: