• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওসাসুনাকে হারাতে ঘাম ঝরলো বার্সেলোনার

প্রকাশিত: ১০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ওসাসুনাকে হারাতে ঘাম ঝরলো বার্সেলোনার

নতুন মৌসুমে এখনো হারেনি বার্সেলোনা। তবে এই দল নিয়ে কতটা এগোতে পারবে তা নিয়ে সংশয়ে ভক্তরা। রবিবার রাতেও কষ্টার্জিত জয় পেয়েছে কাতালানরা। লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বার্সেলোনা। 

ওসাসুনার মাঠে ২-১ গোলে জয় পায় জাভির শিষ্যরা। জুলস কুন্দের গোলে এগিয়ে যায় বার্সা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি কাতালানরা। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি গোলে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি।

বারবার আক্রমণ করেও স্বাগতিকদের ডিফেন্স ভেঙে গোল আদায় করতে ব্যর্থ হচ্ছিল বার্সা। শেষ পর্যন্ত বার্সার গোলের অপেক্ষা শেষ হয় প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন কুন্দে। বিরতির পর ৭৬তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ওসাসুনাকে সমতায় ফেরান চিমি আভিলা। 

তবে স্বাগতিকদের সমতায় ফেরার আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি। বক্সের ভেতর বার্সা স্ট্রাইকার লেভানডফস্কিকে ফাউল করে লাল দেখার সঙ্গে পেনাল্টিও উপহার দেন আলেসান্দ্রো কাতেনা। স্পট কিক থেকে বার্সাকে জয়সূচক গোল এনে দেন লেভা।

এই ম্যাচ শেষে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে উঠলো বার্সেলোনা। তিন জয় ও একটিড্র রয়েছে জাভির শিষ্যদের। অন্যদিকে চার ম্যাচে ৪টি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে জিরোনা।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: