গোল নয়, শুধু সহায়তা করেই মায়ামিকে জেতালেন মেসি

টানা দুই ম্যাচ গোল পাচ্ছেন না ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। মার্কিন ফুটবলের অন্যতম আকর্ষণ মেসি গোল না পেলেও তার দল আজ হারেনি। আজ মেজর লিগ সকারে (এমএলএস) মেসির অ্যাসিস্টে দুটি গোল পায় ইন্টার মায়ামি। তাতেই বড় জয় পেয়েছে টেবিলের ১৪ নম্বরে থাকা দলটি।
এমএলএসে গত ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ড্র করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় মায়ামিকে। তবে আজ আর ভুল করেনি মায়ামি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পেয়েছে। সোমবার বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় মেসিরা।
ঞ্জেলসদের মাঠেই মায়ামির এই দুর্দান্ত জয়ে কোনো গোলের দেখা পাননি মেসি। তবে দুটি গোলই এসেছে মেসির সরাসরি পাস থেকে। ম্যাচের ১৪ মিনিটে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর টানা দুটি গোলে অ্যাসিস্ট করেন মেসি। মেসির পাস থেকে বলি নিয়ে ৫১ মিনিটে গোল করেন জর্দি আলবা। আর ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান লিওনার্দো কাম্পানা। এবারও গোলের সহায়তা সেই মেসি। ৯০ মিনিটে একটি গোল শোধ করে মায়ামি।
এমএলএসে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রইলো ইন্টার মায়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরোন্টো। রেলিগেশন এড়াতে এখনো বেশ কিছু পথ পাড়ি দিতে হবে মেসিদের।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: