ঢাবিতে ভর্তি হয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন তাওহীদ হৃদয়

ঢাবিতে ভর্তি হয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন তাওহীদ হৃদয়
জাতীয় দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ভর্দি হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হওয়ার পর সকলের কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন হৃদয় নিজেই। সেই সঙ্গে জানিয়েছেন, নিজের মায়ের স্বপ্নপূরণের কথাও।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন তাওহীদ হৃদয়। সেখানে তিনি লিখেছেন, "আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার জীবনের আরো একটি স্বপ্ন পূরণ হলো।ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকলেও আমার মায়ের স্বপ্ন ছিলো আমি দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল কার্যক্রম সফলভাবে শেষ করে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে আল্লাহর রহমতে সফল হয়েছি।’
এরপর ওই স্ট্যাটাসের শেষ দিকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় লেখেন, ‘দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ।’
সম্প্রতি এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেছেন হৃদয়। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের দলেও আছেন এই উদীয়মান তরুণ।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: