• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল

প্রকাশিত: ১৬:১১, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল

দারুণ জয়ে উয়েফা ইউরোপা লিগ শুরু করেছে লিভারপুল। গতকাল এলএএসকে লিঞ্জের বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১ গোলের জয়োৎসব করে ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা। 

আট মৌসুমে প্রথমবার ইউরোপের দ্বিতীয় সেরা এই ক্লাব আসরে খেলছে লিভারপুল। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকতে না পারাই অ্যানফিল্ডের ক্লাবটির এই অবনমন। আর ইউরোপা লিগে বৃহস্পতিবার যাত্রা শুরুর অ্যাওয়ে ম্যাচে তাদেরকে কঠিন পরীক্ষাই দিতে হয়। 

অস্ট্রিয়ার ক্লাব এলএএসকে-এর বিপক্ষে আক্রমণে খেলা শুরু করে ১৪ মিনিটে গোল হজম করে লিভারপুল। সমতায় ফিরতে ইংলিশ জায়ান্টদের দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পার করতে হয়। তবে ৫৬ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ পেনাল্টিতে গোল শোধ দেওয়ার পর দলটিকে পেছন ফিরে তাকাতে হয়নি। 

৬৩ মিনিটে লুইস দিয়াজ দলকে লিড এনে দেন। রায়ান গ্রাভেনবার্খের নীচু ক্রস থেকে জাল কাঁপান কলম্বিয়ান ফরোয়ার্ড। চলতি গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে আসা এই ডাচ মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়লে মোহাম্মদ সালাহ তার বদলি নামেন। ৮৮ মিনিটে এই অভিজ্ঞ মিশরীয় ফরোয়ার্ড দলের পক্ষে তৃতীয় গোল করে ইংলিশ ক্লাবের হয়ে থিয়েরি অঁরির রেকর্ড ৪২ গোল মার্ক স্পর্শ করেন।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: