বাংলাদেশকে হারাতে পারলো না চীন

এশিয়ান গেমস ফুটবলে স্বাগতিক চীন হারাতে পারেনি বাংলাদেশকে। ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের বিপক্ষে। আগের দুই ম্যাচে ভারত ও মিয়ানমারের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেও হারতে হয়েছিলো বাংলাদেশ অলিম্পিক দলকে।
প্রথম দুই ম্যাচ পরই বাংলাদেশের পরের পর্বে খেলার আশা শেষ হয়ে যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষেও নৈপুণ্যে জ্বলে ওঠে রহমত মিয়ারা। স্বাগতিকরা লাল সবুজদের রক্ষণ ভাঙ্গার চেষ্টা করেও ব্যর্থ হয়। হাভিয়ের কাবরেরার দলের শক্ত ডিফেন্সে বাধা পায় তাদের আক্রমণগুলো।
কৌশলি ফুটবলে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনকে রুখে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র'তে শেষ হয় ম্যাচটি। এক পয়েন্ট পায় বাংলাদেশ।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: