অ্যাতলেটিকোর কাছে হেরে থামলো রিয়ালের জয়রথ

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়রথ থামিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল 'ডার্বি' ম্যাচে অ্যাটলেটিকোর জয় ৩-১ ব্যবধানে। নগর প্রতিদ্বন্দ্বীদের জালে দু'বার বল পাঠিয়ে জয়ের নায়ক স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।
রবিবার রাতে অ্যাটলেটিকোর মাঠে মৌসুমের প্রথম 'ডার্বি' খেলতে নেমেই গোল হজম করে টানা পাঁচ জয়ে লা লিগায় উড়তে থাকা রিয়াল। চতুর্থ মিনিটে স্বাগতিবদের গোলের উল্লাসে মাতান আলভারো মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেডে রিয়ালের জালে বল পাঠান ৩০ বছরের এই ফরোয়ার্ড।
১৮ মিনিটে অতোয়ান গ্রিজম্যান ব্যবধান দ্বিগুন করেন। ৩২ বছরের এই ফরাসি মিডফিল্ডার সাউল নিগুয়েজের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন। বিরতিতে যাওয়ার আগে রিয়াল ৩৫ মিনিটে টনি ক্রুসের ব্যবধান কমানোর গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায়।
কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই মোরাতা ম্যাচে তার দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-১ করেন। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে যায় অ্যাটলেটিকো। ছয় খেলায় সংগ্রহ তাদের ১০ পয়েন্ট।
সমান খেলায় রিয়াল ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো। ছয় খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে জিরোনাকে গোল ব্যবধানে পেছনে ফেলে লিগ শীর্ষে।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: