• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

জিতলো আর্জেন্টিনা, সপরিবারে গ্যালারিতে বসে দেখলেন মেসি

প্রকাশিত: ১২:১৫, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জিতলো আর্জেন্টিনা, সপরিবারে গ্যালারিতে বসে দেখলেন মেসি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে মেসিহীন আর্জেন্টিনা। ফ্লোরিডায় ১-০ গোলে জয় পায় তারা। শনিবার (১১ অক্টোবর) ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। 

ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এ ম্যাচে খেলেননি। তবে তার অনুপস্থিতিতেও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছয় মিনিটে লাউতারো মার্তিনেসের শট রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ৩১ মিনিটে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল পাঠান জালে। 

মাঠে না নামলেও গ্যালারিতে বসে স্ত্রী সন্তানদের নিয়ে সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন মেসি। পিছিয়ে পরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভেনেজুয়েলা। বেশ কয়েকটি আক্রমনে গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে আর্জেন্টিনার শক্ত রক্ষণ প্রাচির ভাঙ্গতে ব্যর্থ হয় তারা। রেফারির শেষ বাঁশিতে জয় নিশ্চিত হয় আলবেসেলেস্তাদের।

 মেসিকে ছাড়াও দল যে কতটা শক্তিশালী, তা আবারও প্রমাণ করল স্কালোনির শিষ্যরা। এই জয় বিশ্বকাপের প্রস্তুতিতে দলের আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন আর্জেন্টিনার কোচ। পরের প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিল ৫-০ গোলে হারিয়েছিলো দক্ষিণ কোরিয়াকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: