• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে গেল নেপাল

প্রকাশিত: ২২:৪৫, ১৬ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
এবার বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে গেল নেপাল

গত বছর যে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা। সেই নেপালের কাছেই সিরিজ হারলো বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক সিরিজের ট্রফি নিয়ে গেল নেপালের মেয়েরা। কোচ বদল, অভিজ্ঞদের ক্যাম্প ছেড়ে যাওয়া আর ক্ষীয়মান শক্তির কারণে দুই ম্যাচের একটিও জেতেনি সাবিনারা। 

নেপালের বিপক্ষে ফিফা আর্ন্তজাতিক সিরিজ ড্র হলো বাংলাদেশের। কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এর আগে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তবে চ্যাম্পিয়ন নির্ধারণে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় স্বাগতিকরা।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয় বাংলাদেশের। জয়ের আশায় দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে জ্বলে ওঠের চেষ্টা করে সাবিনা, তহুরারা। খেলার ৫ মিনিটে সুযোগও এসেছিলো। কিন্তু গোলের সাফল্য পায়নি স্বাগতিকরা। 

প্রথমার্ধে আরো কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণে গিয়েও তাদের রক্ষণ ভাঙতে পারেনি তারা। বাংলাদেশের খেলায় গতির কমতি ছিলো, দুর্বলতা ছিলো ফরোয়ার্ডেও। বিরতির পরও যা ভুগিয়েছে স্বাগতিকদের। প্রতিপক্ষ নেপালেও পারেনি স্কোর করতে। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য থাকে। 

ফিফার নিয়মানুযায়ী দুই ম্যাচের সিরিজটি ড্র হয়। তবে দু'দলের সম্মতিতে চ্যাম্পিয়ন নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যূটআউটে ৫টির মধ্যে ৪টিতে লক্ষ্যভেদ করে নেপাল। ৪টির মধ্যে ২টিতে গোল করতে সমর্থ হয় বাংলাদেশ। 

ম্যাচ হারায় হতাশ কোচ মাহবুবুর রহমান লিটু। দীর্ঘ ১০ মাস পর আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নামায় দল ভুগেছে বলে জানান অধিনায়ক সাবিনা খাতুন।      

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2