• NEWS PORTAL

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে নেইমারের আল হিলাল

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে নেইমারের আল হিলাল

এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে নেইমারের আল হিলাল

এএফসি চ্যাম্পিয়নস লিগে আজ (১৮ সেপ্টেম্বর) মাঠে নামবে নেইমারের সৌদি ক্লাব আল হিলাল। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিরুদ্ধে খেলবে তারা। আজ কোনো ক্রিকেট ম্যাচ না থাকলেও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার ফুটবল ম্যাচ।

চলুন দেখে নিই টেলিভিশনের পর্দায় আজ কোন কোন ম্যাচ সরাসরি দেখা যাবে

ফুটবল
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ
আল হিলাল–নাভবাহোর
রাত বারোটা
ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম ফরেস্ট–বার্নলি
রাত একটা
ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

স্প্যানিশ লা লিগা
গ্রানাডা–জিরোনা            
রাত একটা
ম্যাচটি সরাসরি দেখাবে স্পোর্টস ১৮–১।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত