লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা
টানা নবম জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। শনিবার এস্পানিওলের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ২-০ ব্যবধানে। ম্যাচের শেষ দিকে চার মিনিটের ব্যবধানে গোল দুটি করেন দানি ওলমো ও রবের্ত লেভান্দোভস্কি।
এস্পানিওলের মাঠে বার্সা বল দখলে অনেক এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারছিলো না। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধের ৪০ মিনিট পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলকে আটকে রাখে এস্পানিওল। জয়ের ধারায় ছেদ পড়ার শঙ্কা জাগে কাতালান জায়ান্টদের।
৮৬ মিনিটে দানি ওলমো গোল করে স্বস্তিতে ভাসান অতিথি শিবির। ফের্মিন লোপেসের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন লেভানদোভস্কি। এই গোলেও অবদান রাখেন লোপেস। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন ২২ বছরের এই স্প্যানিশ মিডফিল্ডার। ছয় গজ বক্সের বাইরে থেকে পায়ের টোকায় বল ঠিকানায় পাঠান ৩৭ বছরের পোলিশ তারকা। চলতি লিগে গোল হলো তার ৯টি।
জয়ে বছর শুরু করা বার্সা ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে টেনে নিলো এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে এস্পানিওলের অবস্থান পঞ্চমে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: