• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মুশফিকের নতুন মাইলফলক স্পর্শ

প্রকাশিত: ১৭:১৭, ১৯ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
মুশফিকের নতুন মাইলফলক স্পর্শ

ফাইল ছবি

ভারতের বিপক্ষে টিকে থাকার লড়াই করতে গিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তিনি প্রবেশ করলেন হাজার সংগ্রহের ক্লাবে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে মুশফিক অনন্য এই রেকর্ড থেকে ছিলেন চার রান দূরে। ইনিংসের ৩০তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজার বল ডিপ পয়েন্টে ঠেলে নিয়ে রেকর্ডবুকে নিউজের নাম তোলেন ডানহাতি এই ব্যাটার।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান।

মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে হাতছানি রয়েছে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও।

বিভি/টিটি

মন্তব্য করুন: