• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফাইনালের আগে দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার হেড-টু-হেড রেকর্ড

প্রকাশিত: ১৯:১৬, ১৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফাইনালের আগে দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার হেড-টু-হেড রেকর্ড

আগামীকাল ব্লকবাস্টার ফাইনালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় বেলা  ২.৩০ মিনিয়ে ফাইনাল ম্যাচটি শুরু হবে। ওয়ানডে ক্রিকেট পরিস্যংখ্যানে ভারতের তুলনায় এগিয়ে অস্ট্রেলিয়া।

ফাইনালকে সামনে রেখে দুই দলের হেড-টু-হেড রেকর্ড

শেষ ১০ লড়াই :

১৭ নভেম্বর ২০২০, সিডনি : অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী
২৯ নভেম্বর ২০২, সিডনি : অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
২ ডিসেম্বর ২০২০, ক্যানবেরা : ভারত ১৩ রানে জয়ী
১৭ মার্চ ২০২৩, মুম্বাই : ভারত ৫ উইকেটে জয়ী
১৯ মার্চ, ২০২৩, বিশাকাপত্তম : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
২২ মার্চ ২০২৩, কলকাতা : অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী
২২ সেপ্টেম্বর মোহালি : ভারত ৫ উইকেটে জয়ী
২৪ সেপ্টেম্বর ২০২৩, ইন্দোর : ভারত ৯৯ রানে জয়ী
২৭ সেপ্টেম্বর ২০২৩, রাজকোট : অস্ট্রেলিয়া ৫৬ রানে জয়ী
৮ অক্টোবর ২০২৩, চেন্নাই : ভারত ৬ উইকেটে জয়ী
সবমিলিয়ে অস্ট্রেলিয়া জয়ী ৮৩ ম্যাচে, ভারত জয়ী ৫৭ ম্যাচে
টাই : ০ ম্যাচ
পরিত্যক্ত : ১০টি ম্যাচ

এই পরিসংখ্যান সামনে নিয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। যে জিতবে তার হাতে উঠবে শিরোপা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2