সিরিজ জয়ের মিশনে বিকালে মাঠে নামবে সাবিনা-মারিয়ার
দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দল। কমলাপুর স্টেডিয়ামে বিকাল তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলের সহজ জয় পেলেও এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন স্বাগতিক কোচ ও অধিনায়ক। অন্যদিকে, প্রীতি ম্যাচে জয়ের চেয়ে দলের ভালো প্রস্তুতির দিকেই গুরুত্ব দিয়েছেন সিঙ্গাপুর কোচ।
বাংলাদেশ ফুটবলে সাফল্যের সোনারোদে মোড়া নারী ফুটবল। অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটনের হাতে গড়া দলটির দায়িত্বে এখন আরেক অভিজ্ঞ কোচ সাইফুল বারি টিটু।
র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপটের সাথে হারিয়েছে তার দল। অচেনা সিঙ্গাপুরই এখন চেনা প্রতিপক্ষ সাবিনাদের কাছে। যদিও দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে সমহীই করছেন বাংলাদেশ কোচ। কমলাপুর স্টেডিয়ামে ঘাম ঝড়ানো অনুশীলনে শিষ্যদের ভুলগুলো শোধরানোতে বিশেষ গুরুত্ব টিটুর।
নারী ফুটবলে বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙ্গাতে চান বাংলাদেশ কোচ। সাবিনা-তহুরাদের ভালো খেলার চর্চাটা ঠিক রাখতে নারী ফুটবল লীগ নিয়মিত করার তাগিদ তার।
রক্ষণ থেকে আক্রমনভাগ, সবার গোল করার পরদর্শিতা বাংলাদেশ দলের বড় শক্তি। যদিও ভালো খেলার পুরস্কারে চেয়ে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ চান সাবিনারা।
আগামী বছর এফএফ চ্যাম্পিয়নশিপসহ, ফিফা অফিসিয়াল ম্যাচগুলোর ভাল দল গঠনে গুরুত্ব সিঙ্গাপুরের। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে তরুণীদের যাচাই করছেন দলের কোচ। জার্মান লিগে খেলেন সিঙ্গাপুরের ড্যানেল তান। দ্বিতীয় ম্যাচে তুরুপের তাস হতে পারেন প্রথম ম্যাচে না খেলা এই ফরোয়ার্ড।
ড্যানেল তান বলেন, প্রীতি ম্যাচের ফল নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার লক্ষ্য আগামী বছর ফিফার অফিসিয়াল ম্যাচ গুলোর দিকে। ভাল দল গঠনের তরুণদের সুযোগ দিতে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আনিনি। প্রথম ম্যাচে হেরেছি, তাই জয়ের জন্য পরের ম্যাচের সুযোগটা নিতে চাই।
বাংলাদেশ দলকে সমর্থন দিতে প্রথম ম্যাচে উন্মাতাল ছিলো গ্যালারি। দ্বিতীয় ম্যাচেও দর্শকদের মাঠে আসার আহ্বান বাংলাদেশ দলের।
বিভি/এজেড




মন্তব্য করুন: