• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

২০ জুন শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর

প্রকাশিত: ১৪:৪৫, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
২০ জুন শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। সেখানে ১০ রাজ্যে ১৪ ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজক কনমেবল। বৃহস্পতিবার হবে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র।

দক্ষিণ আমেরিকান ফুটবলের সেরা উৎসব কোপা আমেরিকা। দ্বিতীয়বারের মত এবার স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টে অংশ নিবে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের সাথে উত্তর আমেরিকার ৬টি দেশ। 

২০ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল হবে মেসির বর্তমান শহর ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

গ্রুপ পর্বে খেলা হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এবার কোপা আমেরিকায় স্বাগতিক হয়েছে যুক্তরাষ্ট্র।

বিভি/রিসি

মন্তব্য করুন: