• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তৃতীয়বারের মতো আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

প্রকাশিত: ১০:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
তৃতীয়বারের মতো আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা নিয়ে আইভরি কোস্টের ফুটবলারদের উল্লাস। ছবি- ইন্ডিপেনডেন্ট

তৃতীয়বারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো আইভরি কোস্ট। নিজেদের মাঠে ফাইনালে স্বাগতিকরা নাইজেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে। 

রবিবার রাতে ম্যাচের শুরুতে লিড ছিলো নাইজেরিয়ার দখলে। ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড গোল করে সুপার ঈগলদের লিড এনে দেন নাইজেরিয়ান অধিনায়ক উইলিয়াম টোস্ট একং। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

তবে স্নায়ুর চাপ কাটিয়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়ায় আইভরিকোস্ট। ম্যাচের ৬২ মিনিটে দ্য এলিফেন্টদের সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি। ৮১ মিনিটে আসে লিড। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যানসার জয় করা ফুটবলার হালার। 

বুরুসিয়া ডর্টমুন্ড তারকার গোলেই শিরোপা হাতে তুলে নেয় আইভরি কোস্ট। প্রতিপক্ষ নাইজেরিয়ার সমান তিনবার শিরোপা জয়ে ভাগ বসালো আইভোরি কোস্ট। এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল মিশর। তারা মোট ৭ বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: