ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার
বোর্নমাউথের বিপক্ষে কঠিন পরীক্ষা জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল প্রতিপক্ষের মাঠে ফিল ফোডেনের একমাত্র গোলে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে বোর্নমাউথ ম্যাচের শুরু থেকেই জবাব দিতে থাকে সিটিকে। দশম মিনিটে গোলরক্ষক এদেরসনের অসামান্য দৃঢ়তায় বেঁচে যাওয়া পেপ গার্দিওলার দল ২৪ মিনিটে গোলের স্বস্তি পায়। আসরের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ডের কোনাকুনি শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর আলগা বল জালে পাঠান ফিল ফোডেন। চলতি আসরে ইংলিশ মিডফিল্ডারের গোল হলো নয়টি। এরপর বোর্নমাউথের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ১-০'তে জয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৬ খেলায় ৫৯ পয়েন্ট নিয়ে আর্সেনালকে এক পয়েন্ট পেছনে ফেলে দুইয়ে থাকা সিটি লিগ লিডার লিভারপুলের সঙ্গেও ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে। আর্সেনাল এই রাউন্ডে ঘরের মাঠে নিউক্যাসলকে ৪-১'এ বিধ্বস্ত করে। ১৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে এগিয়ে যাওয়ার পর কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও জ্যাকুব কিউইয়র লক্ষ্যভেদ করেন। ৮৪ মিনিটে একটি গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমায় নিউক্যাসল।
বিভি/টিটি
মন্তব্য করুন: