• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি

প্রকাশিত: ১৩:০৬, ২০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি

ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। শনিবার (২০ এপ্রিল) রাত সোয়া দশটায় শুরু হবে ম্যাচটি। 

এ মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ ছিলো ম্যানচেষ্টার সিটির। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় সিটিজেনরা। ট্রেবল জয়ের সুযোগ হারালেও ডাবল জয়ের আশা থাকছে পেপ গার্দিওয়ালার দলের। গত বছর ইংলিশ লিগ ও এফএ কাপ জিতেছিলো ম্যানসিটি।

এবারো সেই গৌরব অর্জনের সুযোগ দলটির সামনে। ২০১৯ সালেও ঘরোয়া ডাবল জিতেছিলো ম্যানসিটি। চেলসির বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ সফল ম্যানসিটি। দুই দলের গত আটটি লড়াইয়ে একবারও জয় পায়নি চেলসি। এর মধ্যে ছয়বারই জিতেছে ম্যানসিটি। ড্র হয়েছে দুবার। 

এফএ কাপেও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে অনেক এগিয়ে ম্যানসিটি। এ টুর্নামেন্টে গত সাতবারের লড়াইয়ে ম্যানসিটিই জয় পেয়েছে পাঁচবার। দুবার জয় পেয়েছে চেলসি। পেপ গার্দিওয়ালার অধীনে এ দলটা গত আট মৌসুমে সাতবারই এফএ কাপের সেমিফাইনাল খেলেছে। তবে চেলসির বিপক্ষে মাঠে নামার আগে গার্দিওয়ালার বড় দুশ্চিন্তা আর্লিং হাল্যান্ডের ইনজুরি। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে কভেন্ট্রি ও ম্যানচেষ্টার ইউনাইটেড।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: