• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্ক চ্যাপম্যানের কাছে পাত্তা পেলো না বাবর আজম

প্রকাশিত: ১১:৫২, ২২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মার্ক চ্যাপম্যানের কাছে পাত্তা পেলো না বাবর আজম

বাবর আজমের রেকর্ডকে ম্লান করে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন মার্ক চ্যাপম্যান। রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে কিউইদের দ্বিতীয় সারির দল। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে বাবর আজমের দল এদিন টস হেরে ব্যাটিং পেয়ে চার উইকেটে ১৭৪ রানের স্কোর গড়ে। 

সাদাব খান ২০ বলে ৪১, বাবর ২৯ বলে দ্বিতীয় সর্বাধিক ৩৭ রান করেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে আরেকটি রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এখন তার। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৬৭ ইনিংসে দুই হাজার ২৪৬ রান বাবরের। রেকর্ড হারিয়ে এ তালিকার দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ৭৬ ইনিংসে রান দুই হাজার ২৩৬। এই সিরিজ দিয়েই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নেতৃত্বে ফেরেন ২৯ বছরের বাবর।

কিন্তু টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক জয়ে রাঙ্গাতে পারেননি তার রেকর্ড। মার্ক চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের হার না মানা বিধ্বংসী ইনিংসে আট বল আগে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 

বিভি/রিসি

মন্তব্য করুন: