• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেনিস কোর্টে  দারুণ স্বীকৃতি পেলেন নোভাক জকোভিচ

প্রকাশিত: ১২:০১, ২৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
টেনিস কোর্টে  দারুণ স্বীকৃতি পেলেন নোভাক জকোভিচ

টেনিস কোর্টে আরও একবার বছর রাঙানোর দারুণ স্বীকৃতি পেলেন নোভাক জকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন ক্রীড়াবিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার 'লরিয়াস' ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। নারী খেলোয়াড়ের এই পুরস্কার উঠেছে আইতানো বনমাতির হাতে। 

মাদ্রিদে সোমবার (২২ এপ্রিল) রাতে জমকালো 'লরিয়াস' অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। সার্বিয়ান টেনিস সুপারস্টার গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন।

আরেক গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে রানার্সআপ হন ৩৬ বছরের জকোভিচ। ক্রীড়া বিশ্বের সেরা নারী খেলোয়াড়ের পুলষ্কার জেতা বনমাতির ২০২৩ সালটা কাটে স্বপ্নের মতো। প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে ২৬ বছরের বার্সেলোনা মিডফিল্ডার রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। জিতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল'। 

লরিয়াসের ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দ্য ইয়ার’ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। স্প্যানিশ ক্লাবটিতে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার ২০ বছরের এই তরুণ। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে স্পেন নারী ফুটবল দল।

বিভি/রিসি

মন্তব্য করুন: