• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউরোপা লিগের ফাইনালে যাবে কোন দুই দল?

প্রকাশিত: ১৬:৩০, ৯ মে ২০২৪

ফন্ট সাইজ
ইউরোপা লিগের ফাইনালে যাবে কোন দুই দল?

উয়েফা ইউরোপা লিগের দুই ফাইনালিস্ট নির্ধারণ আজ। সেই স্বপ্ন নিয়ে সেমিফাইনালে ফের মুখোমুখি হবে বায়ার লেভারকুসেন-এএস রোমা এবং আতালান্তা-অলিম্পিক মার্শেই। বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াবে সেমিফাইনালের ফিরতি লেগ ম্যাচ দুটি।

জার্মান ক্লাব লেভারকুসেন ঘরের মাঠে আতিথেয়তা দেবে ইতালির রোমাকে। চলতি মৌসুমে বুন্দেসলিগা, ইউরোপা লিগ ও জার্মান কাপ তিনটি শিরোপাই হাতছানি দিচ্ছিলো লেভারকুসেনকে। এর একটি 'বুন্দেসলিগা' নিশ্চিত হয়ে গেছে আগেই। নিশ্চিত হয়েছে জার্মান কাপের ফাইনালও।  

এবার ইউরোপা লিগের ফাইনালে ওঠার পালা। স্বপ্ন পূরণের প্রথম পরীক্ষায় গত মৌসুমের রানার্সআপ রোমার মাঠে ২-১'এ জয় নিয়ে এগিয়ে লেভারকুসেন। ২৮ মিনিটে ফ্লোরেন ভির্টজের গোলে এগিয়ে গিয়ে ৭৩ মিনিটে রবার্ট আনড্রিখের লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় ১৯৮৮ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ে টানা অপরাজিত থাকার রেকর্ডটা ৪৭ ম্যাচে নিয়ে গেছে লেভারকুসেন। 

ইউরোপা লিগের ফাইনালে উঠলে তারা প্রতিপক্ষ হিসেবে ইতালির আরেক ক্লাব আতালান্তা কিংবা ফ্রান্সের অলিম্পিক মার্শেইকে পাবে। একই দিনে ফ্রান্সে দুই দলের প্রথম লেগ সেমিফাইনাল লড়াই ১–১ সমতায় শেষ হয়। 

আজ আতালান্তার মাঠে হবে ফিরতি লেগ সেমিফাইনাল। ইউরোপের দ্বিতীয় সেরা এই আসরে দুই দলের কেউই এর আগে খেলতে পারেনি ফাইনাল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2