• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ কাল, সরাসরি দেখাবে যে চ্যানেল

প্রকাশিত: ১৯:৪৬, ২০ মে ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ কাল, সরাসরি দেখাবে যে চ্যানেল

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আছে আর মাত্র কয়েকদিন। এরই মাঝে সব দলই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। বাংলাদেশের সামনেও আসছে এই সুযোগ। যে দেশে আসর বসবে, সে দেশের মাটিতেই খেলবে তিন ম্যাচের সিরিজ। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাল সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে এই ম্যাচটি টি-স্পোর্টস বা গাজী টিভি দেখাবে না।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সসিরিজটি কোথায় দেখাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু ওই অনিশ্চয়তা কেটে গেছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের তিন টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। 

আগামীকাল মঙ্গলবার (২১) বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সিরিজের পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে একই মাঠে একই সময়ে শুরু হবে।

এই সিরিজের পর ভারত এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ২ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল আসর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2