• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজ রাতে পর্দা নামছে প্যারিস অলিম্পিক গেমসের

প্রকাশিত: ১৪:০৫, ১১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
আজ রাতে পর্দা নামছে প্যারিস অলিম্পিক গেমসের

আজ পর্দা নামছে প্যারিস অলিম্পিক গেমসের। স্তাদি দে ফ্রান্সে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সমাপনী অনুষ্টান। ১৫তম দিন শেষে স্বর্ণ জয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্য ক্ষুন্ন করে পদক তালিকায় শীর্ষে উঠেছে চীন। স্বর্ণ সংখ্যা তাদের সর্বাধিক ৩৯টি। 

শনিবার জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন, ডাইভিং, সাঁতার ও টেবিল টেনিসে স্বর্ণ জেতে চীন। রিদোমিক জিমন্যাস্টিক্সের গ্রুপ অল অ্যারাউন্ডে ৬৯ দশমিক আট-শূন্য-শূন্য পয়েন্ট নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে প্রথমবার স্বর্ণ জেতে চীন। ইসরায়েল রৌপ্য, ইতালি ব্রোঞ্জ পায়।

Paris 2024 Olympics Closing Ceremony: Australia time and how to watch live

ডাইভিংয়ে চীনের ইউয়ান কাও ছেলেদের ১০ মিটার প্লাটফর্মে ৫৪৭ দশমিক পাঁচ-শূন্য পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন। প্যারিস অলিম্পিক ডাইভিংয়ে আট ইভেন্টের প্রতিটিতে স্বর্ণ জয়ের ইতিহাস গড়লো দেশটি। জাপানের রিকুতো তামাই রৌপ্য, গ্রোট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস ব্রোঞ্জ জেতেন। ৩৯টি স্বর্ণ জিতে পদক তালিকায় শীর্ষে উঠে আসা চীনের চেয়ে একটি স্বর্ণ কম নিয়ে পঞ্চদশ দিন শেষ করে যুক্তরাষ্ট্র। 

শনিবার অ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে মার্কিনিদের স্বর্ণ এনে দেন মাসাই রাসেল। ১২ দশমিক তিন-তিন সেকেন্ড সময় নিয়ে ফ্রান্সের সিরেনা সাম্বা মায়েলাকে ফটো ফিনিশে হারান মার্কিন অ্যাথলেট। বিশ্ব চ্যাম্পিয়ন পুয়ের্তোরিকার জাসমিন কামাচো কুইন ব্রোঞ্জ জেতেন।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2