• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইতিহাস গড়ে দেশে ফিরে যা বললেন ক্যাপ্টেন শান্ত 

প্রকাশিত: ১১:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ইতিহাস গড়ে দেশে ফিরে যা বললেন ক্যাপ্টেন শান্ত 

ইতিহাস গড়ে পাকিস্তানকে প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়তো আছেই, পাশাপাশি সিরিজটাও নিজেদের নামে করে নিয়েছে টিম বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি নাজমুল হোসেন শান্তর দল।

এমন জয়ের পর ক্রিকেটাররাসহ দেশের প্রায় সব ক্রিকেটপ্রেমীই সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন। বিশেষ এই জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্ন ভাবে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তার কাছে পুরো সফরটাই উপভোগের ছিল। বৃহস্পতিবার রাতেই পাকিস্তান থেকে দেশে ফিরেছে বিজয়ী বাংলাদেশ দল। এরপর বিমানবন্দরেই গণমাধ্যমের সঙ্গে সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শান্ত। 

তিনি বলেছেন, 'এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।'

যোগ করেন তিনি- 'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।'

বিভি/এজেড

মন্তব্য করুন: