• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সমালোচনার তোপে বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা 

প্রকাশিত: ১৭:২৮, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সমালোচনার তোপে বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিফা। এরপর ফিফার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, টিকিটের সর্বনিম্ন মূল্য কমিয়ে ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। আগের ঘোষণায় ফাইনালের টিকিটের দাম ছিলো সর্বোচ্চ ৪ হাজার ১৮৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। নতুন নীতিমালা অনুযায়ী, সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার (৭ হাজার ৩৪২ টাকা) এবং সর্বোচ্চ ১০০ ডলার (১২ হাজার ২৩৭ টাকা) রাখা হয়েছে। 

ফিফা নিশ্চিত করেছে যে কোনো টিকিটের দাম এক হাজার ডলারের বেশি হবে না। ১০০ ডলারের টিকিটগুলো ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ হিসেবে বিক্রি করা হবে। ফিফা এই পরিবর্তনের কারণ বিস্তারিত জানাননি, তবে লক্ষ্য করেছে যাতে ফুটবল ভক্তরা তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে পারেন।

ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী (এফএসই) ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং শারীরিকভাবে অক্ষম ভক্তদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসি এবার শিরোপা ধরে রাখার জন্য মাঠে নামবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2