ব্যালন ডি’অর- এর পর ফিফা ‘দ্য বেস্ট’ জিতলেন দেম্বেলে
ছবি: সংগৃহীত
ব্যালন ডি'অর-এর পর ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড’ও জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। নারী বর্ষসেরার ট্রফিটা টানা তৃতীয়বার হাতে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ২০২৫ সালের ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে উসমান দেম্বেলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার বিবেচিত সময় ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত পারফরম্যান্সে ২৮ বছরের এই ফরাসি ফরোয়ার্ড অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন। পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চার শিরোপা জয়ের নায়ক ছিলেন দেম্বেলে। ফরাসি ক্লাবটির প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ গোল তার ৩৫টি। এছাড়া সরাসরি গোলে সহায়তা ছিলো ১৬টিতে।
মেয়েদের ফিফা বর্ষসেরার মঞ্চে টানা তৃতীয়বারের বিজয়ী আইতানা বনমাতি বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমে টানা ষষ্ঠ লিগ শিরোপা জেতেন। ঘরোয়া ফুটবলে গত মৌসুমে আরও দুটি শিরোপা জেতে স্প্যানিশ ক্লাবটি। উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ ও উইমেন’স ইউরো চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালে বার্সা হারলেও ব্যালন ডি'র বিজয়ী ২৭ বছরের এই স্প্যানিশ মিডফিল্ডার দুই আসরেই ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর পুরষ্কার হাতে নেন।
বিভি/এআই




মন্তব্য করুন: