বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ড. মুহাম্মদ ইউনূস
‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে পুরো জাতি গর্বিত’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ তে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের এ সাফল্যকে ঐতিহাসিক অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এ অর্জনে পুরো জাতি গর্বিত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রিকেট দলকে দেয়া সংবর্ধনায় ড. ইউনূস বলেন, ব্যক্তিগত ও জাতির পক্ষ থেকে বিজয়ী ক্রিকেট দলের সবার সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের খেলাধূলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন ড. ইউনূস।
প্যারিস অলিম্পিকের দূত হিসেবে নিজের কাজ করার কথাও উল্লেখ করে ড. ইউনূস জানান, ২০২৬ সালে শীতকালীন অলিম্পিকে ইতালি আমন্ত্রণ জানিয়েছে তাকে। ক্রিকেটারদের সংবর্ধনা দেয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেন, তার বক্তব্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে একইসাথে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠিন পরিশ্রম, পাকিস্তানের বিপক্ষে জয় পেতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য তাঁর।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: