• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১২ বছর পর ফাইনালে ব্রাজিল, হেক্সা মিশন পূরণ হবে?

প্রকাশিত: ১১:১০, ৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
১২ বছর পর ফাইনালে ব্রাজিল, হেক্সা মিশন পূরণ হবে?

১২ বছর পর ফাইনালে ব্রাজিল

ফুটবলে তেমন জয়জয়কার নেই। তবে এবারের ফিফা ফুটসাল বিশ্বকাপে বেশ এগিয়ে রয়েছে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও সর্বোচ্চ পাঁচ শিরোপা জয়ী ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও তাদের সামনে রয়েছে হেক্সা পূরণের মিশন। বারো বছর ধরে ফাইনালেই উঠতে না পারা সেলেকাওরা এবার নিজেদের প্রতিবন্ধকতা ভাঙলো। এগিয়ে গেল শিরোপা দিকে।

এবারের ফুটসাল বিশ্বকাপের আসর বসেছে উজবেকিস্তানে। যেখানে গতকাল বুধবার রাতে প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ২০১২ সালের পর ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তাসখন্দের হুমো অ্যারেনায় রাতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন শেষ মুহূর্তের গোলে ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

ব্রাজিলের জয়ের রাতে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি গোল আসে আত্মঘাতী হিসেবে। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি। উভয় দলই প্রতিপক্ষ শিবিরে মুহুর্মুহু আক্রমণ গড়ে তোলে। তবে ম্যাচে ফলাফলের ব্যবধান গড়ে দেয় শেষ মুহূর্তের আত্মঘাতী গোল।

এর আগে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে এসেছিল ব্রাজিল। এছাড়া শেষ ষোলো পর্বে কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। এদিকে গ্রুপ পর্বের খেলা প্রতিটি ম্যাচ জিতে এখন পর্যন্ত অপরাজিতভাবেই ফাইনালে উঠে এসেছে ব্রাজিল। আগামী ৬ অক্টোবর রাতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে তারা। ফ্রান্স ও আর্জেন্টিনা ম্যাচে বিজয়ী দল খেলবে ব্রাজিলের বিরুদ্ধে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2