• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

প্রকাশিত: ২১:২০, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:২২, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভারতকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। ১৯.৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ করে মাত্র ১২৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদী হাসান মিরাজ। তার সংগ্রহ ৩২ বলে ৩৫ রান। দ্বিতীয় রান সংগ্রাহক অধিনায়ক শান্ত করেন ২৫ বলে ২৭ রান। 

আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক ওই ধাক্কা সামাল দিতে পারেননি। সব মিলিয়ে এক বল হাতে রেখেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংশ। ভারতে হয়ে আর্শদীপ সিং ও বরুন চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়েছেন। 

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সুরিয়াকুমার যাদব। আগে ব্যাট করতে নেমে আর্শদীপ সিংয়ের লেংথ ডেলিভারিতে প্রথম স্লিপ এবং থার্ডম্যানের মাঝ দিয়ে চার মেরে রানের খাতা খোলেন লিটন দাস। এরপরের বলেই বিদায় নেন এলকেডি। অর্শদীপের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি অন সাইডে বড় শটের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন লিটন। উইকেটের কাছ থেকেই ক্যাচ নেন রিঙ্কু সিং। তাতে এক চারেই শেষ হয়ে থাকল লিটনের ইনিংস।

নিজের ফেরার ম্যাচে হার্দিক পান্ডিয়ার লেগ স্টাম্পে করা ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন ইমন। তবে বাঁহাতি ওপেনারকে টিকতে দিলেন না অর্শদীপ।  বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয়েছে ইমনকে। ৯ বলে ৮ রান করেছেন বছর দুয়েক পর ফেরার ম্যাচে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2