উয়েফা নেশন্স লিগে জার্মানির জয়, নেদারল্যান্ডসের ড্র
ছবি: সংগৃহীত
উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। 'এ' লিগের তিন নম্বর গ্রুপে শুক্রবার বসনিয়ার বিপক্ষে জয় তাদের ২-১ ব্যবধানে। গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পিছিয়ে পড়ে হার এড়িয়েছে নেদারল্যান্ডস। ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর নেদারল্যান্ডসের সঙ্গে ২-২'এ ড্র করা জার্মানি এদিন বসনিয়ার মাঠে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায়। সতীর্থের কাটব্যক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন দেনিস উন্দাভ। দুই মিনিট পর ফের জালে বল পাঠায় জার্মানি। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। ৩৫ মিনিটে বসনিয়ার এমেদিন দেমিরোভিচের শট ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে উন্দাভ ২-০ লিড এনে দেন জার্মানদের। ২৮ বছরের এই ফরোয়ার্ড ৫৮ মিনিটে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন। কিন্তু কপাল মন্দ, অফসাইডে গোল কাটা পড়ে। ১০ মিনিট পর সের্গে জিনাব্রির গোলও অফসাইডে বাতিল হয়। ৭৯ মিনিটে বসনিয়ার এদিন জেকো গোল করে হারের ব্যবধান কমান।
তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসকে দুই পয়েন্ট পেছনে ফেলেছে জার্মানি। নেদারল্যান্ডস এই রাউন্ডে হাঙ্গেরির মাঠে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে। ৭৯ মিনিটে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিক লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে ৮৩ মিনিটে গোল শোধ দেয় অতিথি দল। গোলদাতা দেঞ্জেল দামফ্রিস। তিন খেলায় হাঙ্গেরির দুই, বসনিয়ার এক পযেন্ট।
বিভি/এআই
মন্তব্য করুন: