• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফাইনালের আগে ঋতূপর্ণার আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১৯:৫২, ২৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ফাইনালের আগে ঋতূপর্ণার আবেগঘন স্ট্যাটাস

খুব বেশিদিন আগের কথা না,  দুই বছর আগে অর্থাৎ ২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার আরও একবার এই ট্রফি জয়ের দ্বারপ্রান্তে সাবিনারা। সে দলের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রিতুপর্ণা চাকমা। এবারও বাঘিনীদের ডেরায় আছেন এই মিডফিল্ডার। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে নেপালের বিপক্ষে এই ট্রফি জয়ের মিশনে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচের আগেই এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঋতূপর্ণা চাকমা।

নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, সোনালী ট্রফিটা ছোয়ার আরো একবার সময় এসেছে,মাঠে আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেস্টা করবো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করুন।

এছাড়া,  ফাইনালের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরেক নারী ফুটবলার সানজিদা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, স্বপ্নের ফাইনালের আগে গতবারের শিরোপা জয়ের কথা মনে পড়ছে সবার, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।’

বিভি/এসজি

মন্তব্য করুন: