• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফিফার প্রাইজমানি বেড়েছে ৫০ শতাংশ, অংশগ্রহণ করলেই মিলবে শত কোটি

প্রকাশিত: ২২:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:১৫, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফিফার প্রাইজমানি বেড়েছে ৫০ শতাংশ, অংশগ্রহণ করলেই মিলবে শত কোটি

২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর নিয়ে বড় সুখবর দিলো ফিফা। বিগত আসরের তুলনায় চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫০ শতাংশ বেশি। আগামী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৬১০ কোটির বেশি।

বুধবার (১৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করা হয়। এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিক অবদানের দিক থেকেও হবে যুগান্তকারী।’

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, সব মিলিয়ে আসরে মোট বরাদ্দ অর্থের পরিমাণ ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। ১২০.৭৯ ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮৮৭৮ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার বেশি। এর মধ্যে প্রস্তুতি ব্যয় বাবদ প্রতিটি দেশ ফিফার কাছ থেকে পাবে ১৫ লাখ করে মার্কিন ডলার। বাকি অর্থগুলো ভাগ হবে চ্যাম্পিয়ন থেকে শুরু করে ৪৮তম অবস্থানে থাকা দলের মধ্যে।

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার পাবে রানার্স আপ দল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ যা  প্রায় ৪০৩ কোটি টাকা। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণকারী দলও পাবে বড় অঙ্কের অর্থ। 

১ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ পাবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয়া দলগুলো। এছাড়া শুধু অংশগ্রহণ করেও ৯০ লাখ মার্কিন ডলার করে পাবে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো। টাকার অংকে এর পরিমাণ ১২৮ কোটিরও বেশি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2