দুপুরে দেশে ফিরছে সাবিনা-মনিকারা, ছাদখোলা বাসে যাবেন বাফুফে ভবনে
								
													নেপাল থেকে দ্বিতীয়বার সাফ নারী ফুটবলের শিরোপা নিয়ে দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ দল। দুপুর সোয়া দুইটায় শাহজালাল বিমানবন্দরে পা রাখার কথা চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাবেন সাবিনা-মনিকা-ঋতুপর্ণারা।
আরও একবার স্বাগতিক নেপালের স্বপ্ন গুঁড়িয়ে সাফের চ্যাম্পিয়ন মেডেল গলায় ঝুলিয়েছে বাংলাদেশের মেয়েরা। পরপর দু'বার। ২০২২ সালে গোলাম রব্বানি ছোটনের হাত ধরে, বুধবার ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের অধীনে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আগেরবার ৩-১ গোলে ফাইনাল জেতা বাংলাদেশ দল এবার হেসেছে ২-১ ব্যবধানের জয়ে।
বিমানবন্দরে সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেবে বাফুফের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ২০২২ সালে সাফে প্রথমবার শিরোপা জিতে দেশে ফেরা সাবিনাদের বিমানবন্দর থেকে বিআরটিসির ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে আনা হয়েছিলো। ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর এই ব্যবস্থা নিয়েছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ঢাকার উৎসুক জনতা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দনে সিক্ত করেছিলো। সাবিনারা শিরোপা উঁচিয়ে তার জবাব দিয়েছিলো। এবারও তাই হবে। বাসের গায়ে নারী দলের ছবি অংকিত থাকবে। সেবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যয় বহন করবে।
বিভি/এআই
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: