• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হংকং সিক্সেস টুর্নামেন্টের সুপার এইটে বাংলাদেশ 

প্রকাশিত: ১২:০৯, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৮, ২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
হংকং সিক্সেস টুর্নামেন্টের সুপার এইটে বাংলাদেশ 

ওমানকে ৩৪ রানে হারিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ১৮ রানে হেরেছে। যদিও  ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা আটে জায়গা করে নিয়েছে টাইগাররা।

আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৩ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে পারেনি।

শ্রীলংকার হয়ে ১৭ বলে সর্বাধিক ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিহুরু মাদুশঙ্কা। থানুকা দাবারে ১২ বলে করেন ৩২ রান। বাংলাদেশের হয়ে এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন জিসান। 

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেশেষ পর্যন্ত ১৭ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। যদিও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2