মিরাজ-রিয়াদ জুটিতে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
শারজায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে সাময়িক ধাক্কা সামলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান।
দলীয় ৭২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম টাইগার্স। এরপরই দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মিরাজ এবং রিয়াদ। তারা দুইজনে মিলে এখন পর্যন্ত পঞ্চম উইকেট জুটিতে যোগ করেছেন ৮৪ রান। রিয়াদ অপরাজিত আছেন ৪৪ রানে এবং মিরাজ আছেন ৪৬ রানে।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তারা দুইজনে মিলে গড়েন ৫০ রানের দারুণ উদ্বোধনী জুটি। তবে দলীয় ৫৩ রানেই ঘটে ছন্দপতন। একে একে ওমরজাই এবং নবীর বলে আউট হন সৌম্য (২৪) এবং তানজিদ (১৯)। এরপর দলীয় ৫৮ রানে রান আউটে কাটা পড়েন জাকির হাসান (৪)।
খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তাওহীদ হৃদয় (৭)। রশিদ খানের বলে বাজেভাবে আউট হন তিনি। এখন পর্যন্ত উইকেটে টিকে আছেন দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: