বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান
বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দাবি মানা না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিতভাবে অবহিত করে।
এর পেছনে সাম্প্রতিক একটি ঘটনাও বড় ভূমিকা রেখেছে। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। জনমতের চাপে এবং বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা। এই ঘটনার পর ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও জোরালোভাবে সামনে আনে বিসিবি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে প্রথম দফায় আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনের লিংক সংযুক্ত করে দ্বিতীয় দফায় আরও একটি চিঠি পাঠানো হয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে কয়েক দিন আগে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকও করে আইসিসি।
ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন। আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি।
পরিস্থিতি সামাল দিতে ১৭ জানুয়ারি ঢাকায় আসেন আইসিসির অ্যান্টি-করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে আবারও ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহের কথা স্পষ্টভাবে জানায় বিসিবি।
এদিকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিও নিউজের দাবি অনুযায়ী, আইসিসি যদি বাংলাদেশের দাবিতে সাড়া না দেয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাববে পাকিস্তান। এতে করে আসন্ন বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: